৬০০০ টাকা! সরকারের টাকা পেতে লাইনে কাতারে কাতারে মানুষ

৬০০০ টাকা সরকার ঘোষণা করেছে আর্থিক অনুদান হিসেবে। সেই টাকা পেতে লাইনে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
money women.jpg

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে ভয়াবহ বন্যায় প্রচুর মানুষ গৃহহারা হয়ে গেছেন। এই পরিস্থিতিতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আজ দেখা গেল বিপর্যস্ত মানুষ একটি লাইনে দাঁড়িয়ে রেশন দোকানের বাইরে। টিরুনেলভেলি এলাকায় একটি রেশনের দোকানের বাইরে বন্যা দুর্গতদের সরকারের তরফে দেওয়া ৬০০০ টাকা করে ত্রাণ সাহায্য নিতে লাইন পড়েছে।