ভয়াবহ বন্যা পরিস্থিতি, ঘরছাড়া লক্ষাধিক

বঙ্গের পড়শি রাজ্য আসামে এখন ভয়ঙ্কর পরিস্থিতি।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
california flood.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এরাজ্যে উত্তরবঙ্গ বানভাসি হয়ে থাকলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার কোনও প্রভাব পড়েনি। তবে বঙ্গের পড়শি রাজ্য আসামে এখন ভয়ঙ্কর পরিস্থিতি।

প্রতিদিন এরাজ্যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে কারণ রাজ্যের ১৪ টি জেলা জুড়ে ১.০৫ লক্ষেরও বেশি মানুষ গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ASDMA) এর বন্যা রিপোর্ট অনুসারে, শুধুমাত্র করিমগঞ্জ জেলাতেই প্রায় ৯৬ হাজার মানুষ এই বন্যার জন্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

fghjkio

Add 1