নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনের জনগণের জন্য প্রায় ৬.৫ টন চিকিৎসা সহায়তা এবং ৩২ টন দুর্যোগ ত্রাণ সামগ্রী নিয়ে একটি IAF C-17 ফ্লাইট মিশরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় কিছু প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারের জিনিসপত্র, তাবু, স্লিপিং ব্যাগ, টারপলিন, স্যানিটারি ইউটিলিটি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস।
এক্ষেত্রে বলতে হয় হামাস বাহিনী হামলায় বহু সাধারণ মানুষের জীবন সঙ্কতে রয়েছে। পর্যাপ্ত প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতির জন্যই এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।