নিজস্ব সংবাদদাতা: ঘন্টায় ৯৯ কিমি বেগে ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল রাজধানী দিল্লি। শনিবার সকালে দুর্যোগে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ, সাইনবোর্ড এবং ল্যাম্পপোস্ট। সঙ্গে বৃষ্টিতে কার্যত ভেস্তে গিয়েছে রাজধানীর একাধিক এলাকা। হঠাৎ এই দুর্যোগের কারণে ৬টি বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বহু বিমান দেরিতে ছেড়েছে এবং অবতরণ করেছে দেরিতে। এই বৃষ্টির জেরে দিল্লিতে এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে তাপমাত্রা।