ভেঙে গেল জাতীয় সড়ক, সিকিমের জন্য এখন শুধুই প্রার্থনা

হু হু করে জল বাড়ছে তিস্তা নদীর। ঘুম উড়ল প্রশাসনের।

author-image
SWETA MITRA
New Update
SIKKIM PRAY.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর-পূর্ব ভারতের হিমালয় রাজ্য সিকিমে (Sikkim) ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীতে মঙ্গলবার রাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ২৩ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে এবং তল্লাশি অভিযান চলছে। এদিকে মেল্লিতে ভেসে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক। ভারতীয় সেনাবাহিনীর ২৩ জন সৈন্য ও বেসামরিক নাগরিক, যারা রাত দেড়টার দিকে লোনাক হ্রদে মেঘ ভাঙা বৃষ্টির পর থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে সিংটামের কাছে বারডাংয়ে সেনাবাহিনীর প্রায় ৪১টি গাড়ি নিখোঁজ রয়েছে।