নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজস্থানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে গিয়ে প্রাণ গেল অনেক পুলিশ আধিকারিকের। জানা গিয়েছে, রাজস্থানের চুরুর (Churu) সুজনগড়ের কাছে কানোটা ফাঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে গাড়িতে বসে থাকা এএসআই সহ ৫ জন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। এএসআই এবং তিনজন পুলিশ কর্মী খিনওয়াসার থানার এবং একজন কনস্টেবল জয়ল থানায় নিযুক্ত ছিলেন। সুজনগড়ের সিও শাকিল খান দুর্ঘটনার তথ্য দিয়েছেন।