নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার হনুমাকোন্ডায় দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। হনুমাকোন্ডা থানার সাব ইন্সপেক্টর জানিয়েছেন, একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত চলছে।
/anm-bengali/media/media_files/2025/03/14/9ZTiaPC6FMMvctnV9G8C.jpg)