ব্রেকিং : উত্তরবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির ৫ বগি

বেদগাড়া স্টেশনে আজ সকালে একটি মালগাড়ির পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Train accident

নিজস্ব প্রতিবেদন : বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতিদিনই নতুন নতুন রেল দুর্ঘটনার খবর আসছে। আজ সকালে নিউ ময়নাগুড়ির বেদগাড়ায় এক মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। বিকট শব্দে দাঁড়িয়ে পড়া ট্রেনটি দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনার ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। রেল কর্তৃপক্ষকে তৎক্ষণাত খবর দেওয়া হয়েছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। এভাবে দুর্ঘটনার বেড়ে যাওয়া নিরাপত্তার প্রতি নতুন করে প্রশ্ন তুলছে।

Trawler accident

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেল দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তারা এখন মালগাড়ির লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছেন। ডিআরএম আলিপুরদুয়ার জানিয়েছেন, অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি গুডস ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রেল বিভাগ ঘটনাটির তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাটি বেদগাড়া স্টেশনে ঘটেছে, যা এলাকার রেল যোগাযোগে নতুন করে সমস্যা সৃষ্টি করেছে।