নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার কাইমুর জেলায় একটি পুকুরে ডুবে পাঁচ শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও দুই ছেলে রয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেখানে ২৪ ঘণ্টায় রাজ্যের নয়টি জেলায় জলে ডুবে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছিল। বিহার সরকারের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভোজপুরে পাঁচজন, জাহানাবাদে চারজন, পাটনা ও রোহতাসে তিনজন, দরভাঙ্গা ও নওয়াদায় দুজন এবং কাইমুর ও ঔরঙ্গাবাদে একজন করে ডুবে মারা যান।