বন্ধের মুখে মৎস রফতানি! কী হবে এবার?

বন্দি জেলেরা! ফোঁভে ফুঁসছে জেলে সমাজ। ব্যাপক বিক্ষোভ।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaaaaaaaaaaaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শ্রীলঙ্কায় নৌবাহিনীর হাতে আটক ২৭ জেলেকে মুক্তি দেওয়ার দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের জেলেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। নৌকাগুলো আটকে রয়েছে এবং জেলেরা মাছ ধরতে বের হননি। ক্ষোভে ফুঁসছে জেলে সমাজ। মাছ না ধরলে কিভাবে মাছ বাজারে যাবে? রফতানি হবে? উঠছে প্রশ্ন। তামিলনাড়ু বোট ফিশারম্যানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক এনজে বোস বলেছেন, "১৪ অক্টোবর রামেশ্বরম থেকে ৪০০ টিরও বেশি নৌকায় জেলেরা মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল৷ শ্রীলঙ্কার নৌবাহিনী রামেশ্বরমের ২৭ জন জেলেকে ৫টি নৌকা সহ তালাইমান্নার বন্দরে নিয়ে গিয়েছিল৷ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তালাইমান্নার এবং জাফনা মেরিটাইম ইন্সপেক্টরদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।"

 

 

hiring.jpg