নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। এরপর বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে ইসরো জানিয়েছে, রোভার প্রজ্ঞান বিক্রম ল্যান্ডার থেকে নেমে চাঁদের মাটিতে হাঁটতে শুরু করেছে। এবার এই বিষয়ে আইএনএসপিএসি-এর চেয়ারম্যান পবন কে গোয়েঙ্কা জানান, "চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছানোর পর ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে এসেছে। এবং তার প্রথম ছবি সামনে এসেছে।" দেখুন সেই ছবি-