নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রথম ব্যাচ ছিলেন তারা। সেই ব্যাচের প্রথম অগ্নিবীর। আর এবার সেই অগ্নিবীর হলেন শহীদ! সিক্রেট মিশনে যুক্ত ছিলেন অগ্নিবীর অক্ষয় লক্ষ্মণ। সিয়াচেনে পোস্টিং ছিল তাঁর। আর সেখানেই যুদ্ধে লড়তে গিয়ে শহীদ হন এই বীর জওয়ান।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অগ্নিবীর গাওয়াতে অক্ষয় লক্ষ্মণের এই বলিদানের জন্য শোকজ্ঞাপন করেছেন। একই সাথে তাঁর পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।
তিনিই প্রথম অগ্নিবীর যিনি অপারেশনে জীবন দিয়েছেন। তাকে মোতায়েন করা হয়েছিল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে।