প্রথম ২৪ দিনেই ৩৯ কোটিরও বেশি ভক্তের আগমণ মহাকুম্ভে, নয়া রেকর্ডের মুখে যোগী সরকার

মাঝে পেরিয়েছে ৪টি অমৃত স্নানের যোগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
maha_kumbh

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ মেলা ২০২৫ শেষ হতে আর অল্প কিছুদিন বাকি। এই মাসের ২৭ তারিখে শেষ হবে এই পবিত্র উৎসব। ফলে এখন রোজ প্রচুর সংখ্যক ভক্ত সারছেন পবিত্র স্নান। পবিত্র স্নান করতে ত্রিবেণী সঙ্গমে ভক্তদের আগমন অব্যাহত।

Mahakumbh

৪৫ দিনব্যাপী চলা এই মহাকুম্ভ মেলার প্রথম ২৪ দিনে ৩৯ কোটিরও বেশি ভক্ত গঙ্গা, যমুনা এবং 'রহস্যময়' সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সেরেছেন। এর মাঝে পেরিয়েছে ৪টি অমৃত স্নানের যোগ। এখনও রয়েছে ২টি অমৃত স্নান। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ভেবেছিলেন এবছর ৪৫ কোটির বেশি ভক্ত মহাকুম্ভ মেলায় আসবে, কার্যত তাঁর পরিসংখ্যানও ছাপিয়ে যেতে পারে। আপাতত এই মহাকুম্ভ মেলা পৃথিবীর বৃহত্তম মানব সমাবেশে পরিণত হয়েছে।