‘২৭ বছরের কর্মজীবনে দেখিনি FIR-এর আগে সার্চ অ্যান্ড সিজার’: ফিরোজ এডুলজি

'এতেই বোঝা যাচ্ছে, মামলা নিয়ে কতোটা কাঁটাছেঁড়া করা হয়েছে’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supreme

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলা নিয়ে কতোটা কাঁটা ছেঁড়া করেছে প্রশাসন? অন্তত শুনানির গভীরতা যত বাড়ছে, ততোই যেন এই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। আজ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন ফের একবার এই বিষয়টিকে সামনে আনলেন আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি এদিন আদালতে বলেন, ‘সন্ধ্যে ৬টার পর ময়নাতদন্তের কোনও আইন নেই। অথচ এক্ষেত্রে সেটাই করা হয়েছে। আমার ২৭ বছরের কর্মজীবনে দেখিনি FIR-এর আগে সার্চ অ্যান্ড সিজার হয়েছে। অথচ সেটিও এক্ষেত্রে করা হয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে, মামলা নিয়ে কতোটা কাঁটাছেঁড়া করা হয়েছে’। ফলে এই মামলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, বলে এদিন জানান আইনজীবী ফিরোজ এডুলজি। 

hthyui
File Picture

Adddd