BIG NEWS: রাত ৮টা থেকে ১০টা! হয়ে গেল ঘোষণা

দীপাবলি আসছে। আর দীপাবলিতে বাজি না ফাটালে মন ভরে না কারুর। তবে মাথায় রাখতে হবে বায়ু দূষণের বিষয়টিও। তাই বড় পদক্ষেপ নেওয়া হল এবার। ক্লিক করে দেখে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
Firecracker ban: 'খোলা বাতাসে শ্বাস নিতে দিন', জানাল সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা: এবার বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন দীপাবলি উপলক্ষে আতশবাজি ফাটানোর জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আতশবাজি ফাটানো যাবে। বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধির ফলে আবহাওয়ায় পরিবর্তন এসেছে। তাই এই বিষয়টিকে মাথায় রেখে সরকার এবং বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন দূষণ নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিয়েছে।

hiring.jpg