নিজস্ব সংবাদদাতা : সামনেই দুর্গাপুজো। তারপর দীপাবলির উৎসবে মাতবে গোটা দেশ। দীপাবলি মানেই আলোর উৎসব। দীপাবলি মানে আতসবাজি। এদিকে একের পর এক বাজি কারখানায় ঘটা বিস্ফোরণ থেকে শিক্ষা নিয়ে বাজি শিল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শব্দ বাজি, বারুদের পরিবর্তে সুবজ পরিবেশ বান্ধব বাজিতে জোর দেওয়া হচ্ছে বেশি করে। আর এখানেই সমস্যায় পড়েছেন বাজি প্রস্তুতকারকরা। দীপাবলি উৎসবের আগে তামিলনাড়ুর শিবাকাশীতে বাজি প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।
ধনলক্ষ্মী নামে এক মহিলা কর্মী জানান, "আমি গত ২০ বছর ধরে বাজি তৈরি করছি। কয়েক বছর আগে, আমি একটি ভাল চাকরি এবং ভাল বেতনও পেয়েছি। আতসবাজির বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে আমাদের শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের মতো আতসবাজি শিল্প নেই। আমাদের জীবিকা এই শিল্পের উপর নির্ভর করে। শিবকাশীতে আতসবাজি শিল্প না থাকলে আমাদের আর কোন কাজ নেই। তাই সরকারের উচিত আতসবাজি শিল্পের উপর আরোপিত বিধিনিষেধ অপসারণ করে আমাদের সাহায্য করুন।"