নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের সোলান জেলার অন্তর্গত নালাগড়ের ঝাড়মাজরির কাছে এনআর অ্যারোমা পারফিউম কারখানায় আগুন লেগে যায় কাল রাতে। দমকল আধিকারিক সঞ্জীব জানান, 'এখানে ২২টিরও বেশি যানবাহন মোতায়েন করা হয়েছে। ১০-১২টি দমকল হিমাচল ফায়ার সার্ভিসের...কিছু দমকল পাঞ্জাব ফায়ার সার্ভিস এবং হরিয়ানা ফায়ার সার্ভিসের...আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে, ভেতরে কতজন হতাহত হয়েছে সেটা কথা বলা যাচ্ছে না...মানুষের মতে, এখন পর্যন্ত ১ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে'।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/wMCI5S1ZBg4BG9XTL79z.jpeg)
/anm-bengali/media/media_files/RGLY9bFdSs1uLVFdoUJV.jpeg)