নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, দিল্লির কারালা এলাকায় একটি বর্জ্য পদার্থের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।
দিল্লির রোহিনী ফায়ার সার্ভিসের এডিও অজয় শর্মা বলেন, "আমরা শনিবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পাই। এখানকার বর্জ্য পদার্থে আগুন লেগেছে। এটি একটি খোলা মাঠ। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর কাজ চলছে।"
/anm-bengali/media/media_files/ZMEJgyvxHSzG5MQFdkxd.jpg)