নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। পাঞ্জাবের পাতিয়ালার একটি ফ্লি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে।
পাঞ্জাবের পাতিয়ালার ডিএসপি কর্নেল সিং জানিয়েছেন, “একটি কাপড়ের বাজারে ভয়াবহ আগুন লাগে। ট্রান্সফর্মারে স্ফুলিঙ্গ ছিল যা আগুনের সূত্রপাত করেছিল। কাপড় ব্যবসায়ীদের দোকান পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে আমরা পৌঁছে দমকলকে খবর দিই। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।”