বাণিজ্যিক কেন্দ্রে ভয়াবহ আগুন, উদ্ধার ৪০-৫০ জন কর্মী

মুম্বাইয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ বিএমসির বিপর্যয় নিয়ন্ত্রণ দফতর জানিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দ শহরতলির একটি বাণিজ্যিক কেন্দ্রে আগুন লাগার পর অন্তত ৪০-৫০ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ এলবিএস রোডের ছ'তলা অ্যাভিওর কর্পোরেট পার্কের ষষ্ঠ তলায় আগুন লাগে।

nj,

জানা গিয়েছে, উপরের তলার প্রায় ১০০০ বর্গফুট এলাকায় দাবানল সীমাবদ্ধ ছিল, তবে কাচের সম্মুখভাগের কারণে আগুন এবং ধোঁয়া খুব বেশি ছড়িয়ে পড়েনি। ওই সময় উপরের তলায় কর্মরত অন্তত ৪০-৫০ জনকে সিঁড়ি ও টার্নটেবল ল্যাডারের ভেতর দিয়ে উদ্ধার করে মুম্বই ফায়ার ব্রিগেড।

Add 1

বিএমসি কমপক্ষে পাঁচটি দমকল ও ট্যাঙ্কার ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ অব্যাহত থাকে, মুম্বাই পুলিশ এবং অ্যাভিওর পার্কের নিরাপত্তা কর্মীরা প্রাঙ্গণটি ঘিরে ফেলে।

স্ব

বিএমসির বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স