দাউদাউ করে জ্বলছে হামসফর এক্সপ্রেসের কামরা, যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি

হামসফর এক্সপ্রেসের কামরা দাউদাউ করে জ্বলছে। দেখুন ভিডিও...

author-image
SWETA MITRA
New Update
humsafar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার আগুন আতঙ্ক ছড়ালো ট্রেনে। জানা গিয়েছে, আজ শনিবার তিরুচিরাপল্লী শ্রী গঙ্গানগরের মধ্যে চলাচলকারী হামসফর এক্সপ্রেসে (Humsafar Express) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । এই ট্রেনটি বর্তমানে গুজরাটে দাঁড়িয়ে রয়েছে। দাউদাউ করে জ্বলছে ট্রেনটি। এদিকে এহেন ঘটনাকে ঘিরে ট্রেনের যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

 

ঘটনা প্রসঙ্গে পশ্চিম রেলওয়ের  সিপিআরও সুমিত ঠাকুর জানান, ভালসাদ পার হওয়ার সময় ২২৪৯৮ তিরুচিরাপল্লী জংশন থেকে শ্রী গঙ্গানগর জংশন পর্যন্ত ট্রেন নম্বরের পাওয়ার কার/ ব্রেক ভ্যান কোচে আগুন ও ধোঁয়া লক্ষ্য করা যায়। পাশের কোচের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ট্রেন থেকে কোচটি আলাদা করার পরে, এটি শীঘ্রই ছেড়ে যাবে।