ইয়ার্ন ডায়িং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সোমবার ভোরে দমনের হাতিয়াওয়াল এলাকায় রাওয়ালভাসিয়া ইয়ার্ন ডায়িং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

author-image
Aniruddha Chakraborty
New Update
বনভচ

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার ভোরে দমনের হাতিয়াওয়াল এলাকায় রাওয়ালভাসিয়া ইয়ার্ন ডায়িং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ এ কে ওয়ালার সহকারী পরিচালক এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, 'এই কোম্পানিতে প্লাস্টিকের সুতো তৈরি করা হচ্ছিল, যার কারণে ৩ তলা কোম্পানি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। গত চার ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।" ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, 'আশেপাশের সমস্ত দমকল সংস্থা উপস্থিত রয়েছে এবং আগুন নেভানোর জন্য সমস্ত প্রচেষ্টা চলছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও এক ঘন্টা বা তারও বেশি সময় লাগবে।'