পৌরসভার অফিসে আগুন! জখম ৮, কী বললেন মন্ত্রী?

বেঙ্গালুরুর পৌরসভার একটি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বিকেলে বেঙ্গালুরুর পৌরসভার একটি অফিসে আগুন লাগার জেরে জখম হয়েছেন কমপক্ষে আটজন। জখমদের মধ্যে পৌরসভার দুজন ইঞ্জিনিয়ারও আছেন। দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকার একটি অফিসে।

ঘটনা প্রসঙ্গে ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকার মুখ্য কমিশনার তুষার গিরি নাথ জানান, 'বিকেল ৫টার সময় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখম অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তদন্তের পরে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে।' 

বেঙ্গালুরুর বিবিএমপি অফিসে আগুন লাগার ঘটনায় কর্ণাটকের মন্ত্রী কে জে জর্জ বলেন, "মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী আমাদের প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা রোগীদের চিকিৎসায় অগ্রাধিকার দিচ্ছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের কোনও সিদ্ধান্তে আসা উচিত নয়। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন এবং আমি তাদের প্রচেষ্টার প্রশংসা করি।"