Odisha Train Accident : করমণ্ডল রেল দুর্ঘটনায় বিরাট পদক্ষেপ নিল GRP

বালাসোরে রেল দুর্ঘটনার (Odisha Train Accident) নেপথ্য কে? এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে জোর কদমে। সাধারণ মানুষের মধ্যেও দাবি উঠেছে, দোষীর শাস্তি দেওয়া হোক, কিন্তু দোষী কে?

author-image
Pritam Santra
New Update
ss

নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে রেল দুর্ঘটনার (Odisha Train Accident) নেপথ্য কে? এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে জোর কদমে। সাধারণ মানুষের মধ্যেও দাবি উঠেছে, দোষীর শাস্তি দেওয়া হোক, কিন্তু দোষী কে? সেটাই এখনও জানা নেই. এরই মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করল পুলিশ। জানা গিয়েছে, বালাসোর ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্টের ১৫৩, ১৫৪ এবং ১৭৫ ধারায় এফআইআর দায়ের করেছে কটকের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। বালাসোর জিআরপিএসের এসআই পাপু কুমার নায়েকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।