নিজস্ব সংবাদদাতা : আজ বিভিন্ন অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ২৫ জন সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তেলেঙ্গানা পুলিশ। এই সেলিব্রিটিদের তালিকায় রানা দুগ্গুবাতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, এবং মঞ্চু লক্ষ্মী-সহ আরও অনেকে রয়েছেন। হায়দরাবাদের মিয়াপুর থানায় এই এফআইআর নথিভুক্ত হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/20/S9Oo3Ro24UDlAA0hmMbx.jpeg)
মূলত ফানীন্দ্র শর্মা নামের ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সমস্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।