বড় বিপদে পড়লেন জগন মোহন রেড্ডি, দায়ের হল মামলা

আজ এমএলসি নির্বাচনের সময়ে, এমএলসি নির্বাচনের আদর্শ নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘন করার অভিযোগ উঠেছে জগন মোহন রেড্ডি সহ এই ৮ নেতার বিরুদ্ধে।

author-image
Debjit Biswas
New Update
ys jagan mohan reddyq1.jpg

নিজস্ব সংবাদদাতা :  অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি সহ ওয়াইএসআর কংগ্রেস পার্টির (YSRCP) আরও ৮ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, অন্ধ্রপ্রদেশের গুন্টুরের নল্লাপাডু থানায়। আজ এমএলসি নির্বাচনের সময়ে, এমএলসি নির্বাচনের আদর্শ নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘন করার অভিযোগ উঠেছে জগন মোহন রেড্ডি সহ এই ৮ নেতার বিরুদ্ধে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা যথা শীঘ্র নেওয়া হবে। এই মামলাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।