নিজস্ব সংবাদদাতা : ১২২ কোটি টাকার দুর্নীতি মামলায়, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের প্রাক্তন জেনারেল ম্যানেজার হিতেশ প্রবীনচাঁদ মেহতার নামে এফআইআর রেজিস্টার করলো দাদর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ধারা নম্বর ৩১৬(৫) এবং ৬১(২)-এ এফআইআর রেজিস্টার করা হয়েছে বলে জানা যাচ্ছে। হিতেশের বিরুদ্ধে অভিযোগ এই যে নিজের পজিশনের অপব্যবহার করে তিনি নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের দাদর এবং গোরেগাঁও ব্রাঞ্চ থেকে প্রায় ১২২ কোটি টাকা তুলেছেন। এই দুর্নীতি ২০২০ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত চলতে থাকে। এরপর ওই ব্যাঙ্কের চিফ একাউন্টস অফিসারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর রেজিস্টার করে পুলিশ।