নিজস্ব সংবাদদাতা: পাটনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জন সুরাজ পার্টিকে গান্ধী মূর্তির সামনে ছাত্র সংসদের আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তবে গান্ধী মূর্তির কাছে ভিড় জড়ো হয়ে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করে। জনতা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। জনতা প্রশাসনের লাগানো লাউডস্পিকার ভেঙে ফেলে। বারবার অনুরোধ করা সত্ত্বেও এসব লোকজন প্রশাসনের নির্দেশনা অমান্য করে জনশৃঙ্খলা বিঘ্নিত করে। তাই জলকামান ও বল প্রয়োগ করে প্রশাসন তাদের সরিয়ে দেয়। জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর সহ ৬০০-৭০০ জনের বিরুদ্ধে গান্ধী ময়দান থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অনুমোদন ছাড়াই জমায়েত করা, লোকেদের উস্কে দেওয়া এবং আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করার অভিযোগে এফআইআর করা হয়েছে।