BREAKING: ২ লক্ষ টাকা! ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী!

কিসের জন্য এই ঘোষণা?

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে কনৌজ দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা বিতরণ করার নির্দেশ দিয়েছেন।

কনৌজ জেলার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে লখনউ থেকে দিল্লিগামী একটি দ্রুতগতির স্লিপার বাসটি হঠাৎ উল্টে যায়, ঘটনাস্থলেই আট যাত্রী মারা যায়, এবং ৪০ জনেরও বেশি যাত্রী আহত হয়। আহতদের সরকারি মেডিকেল কলেজ সাইফাই, সরকারি মেডিকেল কলেজ তিরওয়া ও কমিউনিটি হেলথ সেন্টার সৌরিখে ভর্তি করা হয়েছে। এই ঘটনায়, কেন্দ্রীয় সরকার প্রত্যেক মৃতের পরিবারকে PMNRF থেকে ২ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়ার পরিমাণ ঘোষণা করেছে। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।