সব শেষ, অকালে চলে গেলেন মহারাষ্ট্রের একমাত্র কংগ্রেস সাংসদ

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কংগ্রেস সাংসদ বালু ধানোরকার। শোকের ছায়া নেমে এসেছে। 

author-image
Aniket
New Update
c

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কংগ্রেসে নেমে এল শোকের ছায়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মহারাষ্ট্রের একমাত্র কংগ্রেস সাংসদ বালু ধানোরকার। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। গত ৩ দিন ধরে কিডনির রোগে আক্রান্ত হয়ে  দিল্লির মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে তিনি নাগপুরে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দিল্লিতে রেফার করা হয়। গত ২ দিন ধরে ভেন্টিলেটরে ছিলেন তিনি। গতকাল তিনি চিকিৎসায় সারা দিচ্ছিলেন। এমতাবস্থায় তিনি নিরাপদে ফিরবেন বলে সবাই আশা প্রকাশ করেন। কিন্তু আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বালু ধানোরকার স্ত্রী বিধায়িকা প্রতিভা ধানোরকার ও দুই সন্তানকে রেখে গিয়েছেন। ধানোরকারের মরদেহ দিল্লি থেকে নাগপুর হয়ে দুপুর দেড়টা নাগাদ তার বাসভবন ওয়ারোরায় আনা হবে। আজ ৩০ মে দুপুর ২ টো থেকে আগামীকাল ৩১ মে সকাল ১০ টা পর্যন্ত তার মরদেহ বাসভবনে রাখা হবে । এরপর ৩১ মে সকাল ১১ টায় ভানী-ভারোরা বাইপাসে অবস্থিত মোক্ষধামে শেষকৃত্য সম্পন্ন করা হবে তার। উল্লেখ্য, ধানোরকারের বাবা নারায়ণ ধানোরকার চার দিন আগে মারা গিয়েছেন। আর বাবার মৃত্যুর পরেই মৃত্যু হল ছেলের। বাবার শেষকৃত্যের সময় সাংসদ ধানোরকার নাগপুরে চিকিৎসাধীন ছিলেন। বাবা-ছেলের মৃত্যুতে শোকের পাহাড় ভেঙেছে ধানোরকার পরিবারে। অন্যদিকে তরুণ নেতার অকাল প্রয়াণ রাজনৈতিক অঙ্গনের জন্য বিরাট ক্ষতি বলে জানিয়েছে কংগ্রেস। ২০১৯ সালে ধানোরকার চন্দ্রপুর থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন।