নিজস্ব সংবাদদাতা: শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাত এবার বড় মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, "মহাযুতি আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শেষ হয়েছে। এখানে কোনো সমস্যা নেই। যে ৪-৫ টি আসনের কথা বলা হয়েছিল, সেসব নিয়ে আলোচনা শেষ হয়েছে। কোনো অমিল নেই।"
#WATCH | Mumbai, Maharashtra: Shiv Sena MLA Sanjay Shirsat says, "The talks regarding the Mahayuti seat sharing have been completed. There are no problems...The discussions on the 4-5 seats which were talked about, have been completed...There is no discrepancy." pic.twitter.com/aMWdkikQXR