নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মিলকিপুর বিধানসভায় উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচনে বিজেপির হয়ে লড়াই করার জন্য মুখ ঘোষণা করা হল। মিলকিপুর বিধানসভা উপনির্বাচনে চন্দ্রভান পাসওয়ানকে প্রার্থী করেছে বিজেপি।
BJP fields Chandrabhan Paswan for the Assembly by-election in Uttar Pradesh's Milkipur. pic.twitter.com/xY2IMw6IOk