মাদক পাচারের অভিযোগে গ্রেফতার সিনেমার প্রযোজক

সিনেমার দুনিয়ার সঙ্গে মাদক যোগ। গ্রেফতার সিনেমার প্রযোজক। একাধিক ছবি বানিয়েছিলেন তিনি।

author-image
Pritam Santra
New Update
arrest

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানার সাইবারাবাদ পুলিশ 'কাবালি' ছবির প্রযোজক কেপি চৌধুরিকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করেছে। গত ১৩ জুন কিসমতপুর এক্স রোডের কাছে মাদক চোরাচালান করছিলেন চৌধুরি। পুলিশ তাদের কাছ থেকে ৮২.৭৫ গ্রাম কোকেন এবং নগদ ২ লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে। রাজেন্দ্র নগর থানায় এনডিপিএস আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাইবারাবাদ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সুঙ্করা কৃষ্ণ প্রসাদ চৌধুরী খাম্মাম জেলার বোনাকাল মণ্ডলের বাসিন্দা। তিনি মেকানিক্যাল B.Tech সম্পন্ন করেন এবং পরে মহারাষ্ট্রের পুনেতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক হিসাবে কাজ করেন। ২০১৬ সালে চাকরি ছেড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেন।  চলচ্চিত্র নির্মাতা হিসেবে তেলেগু ছবি 'কাবালি' নির্মাণ করেন। কেপি দুটি তেলুগু চলচ্চিত্র (সর্দার গব্বর সিং, সীতাম্মা ভাকতিলো সিরিমল চেট্টু) এবং একটি তামিল ছবি (কানিতান) তৈরি করেছেন। তবে এসব ছবিতে তিনি খুব বেশি মুনাফা পাননি।