নিজস্ব সংবাদদাতা: বিধানসভার জন্য এমভিএ-র মধ্যে আসন ভাগাভাগি নিয়ে, এনসিপি (এসসিপি) পুনে সভাপতি প্রশান্ত সুদামরাও জগতাপ এবার বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/f3f836ee-20f.png)
তিনি বলেছেন, "বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ২৫ জুন এমভিএ-র প্রথম বৈঠক হতে চলেছে। লোকসভা নির্বাচনে আমরা কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর মানে এই নয় যে আমরা বিধানসভা নির্বাচনেও একই কাজ করব।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)