ডিসেম্বরে আসছে ৪ পরিবর্তন! সুবিধা বাড়বে আপনার

প্রতি মাসের মতো এই মাসের শুরুতেও সরকার কিছু নতুন নিয়ম আনল সাধারণ মানুয়ের কথা ভেবে। এখানে ক্লিক করে জেনে নিন সেই নতুন নিয়মগুলির ব্যাপারে।

author-image
Anusmita Bhattacharya
New Update
dectrans

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রতি মাসের শুরুতেই দেখা যায় সরকারের তরফ থেকে কোনও না কোনও ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। মূলত দেশের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে সুযোগ-সুবিধা ইত্যাদির কথা ভেবে এই পরিবর্তনগুলি আনে সরকার। ঠিক সেই রকমই ডিসেম্বর মাসেও সরকার ৪টি পরিবর্তন আনছে যেগুলি দেশের নাগরিকদের সুবিধা দেবে।

১) প্রথম হল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বর মাসের প্রথমেই ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দামে পরিবর্তন হয়েছে। এবার ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ২২.৫০ টাকা। যদিও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাল্টায়নি। এর ফলে বাণিজ্যিকভাবে যারা রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা কিছুটা হলেও অসুবিধার মুখে পড়বেন। তবে সাধারণ নাগরিকরা রান্নার গ্যাসের পিছনে খরচের ক্ষেত্রে এই মাসে স্বস্তি পাচ্ছেন।

২) ব্যাঙ্কিং সেক্টরগুলির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নির্দেশ জারি করেছে। সেই নির্দেশ অনুযায়ী এবার যদি কোনও গ্রাহক তার পুরো ঋণ পরিশোধ করে দেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ওই গ্রাহককে সমস্ত কাগজ ফেরত দিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ ফেরত না দিলে প্রতিমাসে ৫০০০ টাকা করে জরিমানা দেওয়ার ঘোষণা করা হল। এই ৫০০০ টাকা পাবেন গ্রাহক।

৩) জালিয়াতি থেকে প্রতারণা ঠেকানোর জন্য ডিসেম্বর মাস থেকে সিম কার্ড বিক্রি নিয়ে এল নতুন নিয়ম। এবার যারা সিম কার্ড বিক্রি করছেন অর্থাত্‍ ডিলার অথবা ডিস্ট্রিবিউটর রয়েছেন তাদের জন্য বেশ কিছু নিয়ম তৈরী করা হল। এছাড়াও একসঙ্গে একাধিক সিম কার্ড ইস্যুর উপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে কেওয়াইসি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি করে দেওয়া হয়েছে। এমনকি এই সকল নিয়ম অমান্য করা হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলেও জানা গেছে।

৪) যেসব পেনশনভোগী বয়স ৬০ থেকে ৮০ বছর, তাদের ক্ষেত্রে ৩০ নভেম্বরের জীবন শংসাপত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে। এক্ষেত্রে যদি কোনও পেনশনভোগী শংসাপত্র জমা দিতে ভুলে যান অথবা কোনও সমস্যায় পড়েন তাহলে তার পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

hiring.jpg