নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জল’ শক্তি হারিয়েছিল আছড়ে পড়ার আগেই। সেই সময়ই আইএমডি-র তরফে জানানো হয়েছিল যে অতটা প্রভাব ফেলবে না ঘূর্ণিঝড়। কিন্তু যে সময় ল্যান্ডফল হল সেই সময় শক্তি হারিয়েও যে শক্তি দেখালো ‘ফেইঞ্জল’, তাই অনেক বেশি। ফেইঞ্জলের দাপটে এবার প্রাণহানির ঘটনাও ঘটলো।
তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়েই ঘটেছে এই বিপত্তি। সাইক্লোনের কারণে ক্রমাগত বৃষ্টিপাতের পরে একটি বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে বাড়ির ওপর পড়ে। আর তাতেই ৫ শিশু সহ ৭ জন প্রাণ হারায়। ভারী রক পাথরের তলায় চাপা পড়েছেন প্রত্যেকেই।
এখনও পর্যন্ত ওই ভারী পাথর সরিয়ে ৪ জনের দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ। আর মরদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ডেপুটি সিএম উদয়নিধি স্টালিন। শোকস্তব্ধ পরিবারের জন্য ৫ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন তিনি।