প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ছেলে! দুই শিশুকে নির্মমভাবে হত্যা করে আত্মঘাতী বাবা

অন্ধ্রপ্রদেশে দুই শিশুকে নির্মমভাবে হত্যা করে আত্মঘাতী বাবা।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg


নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দুই খুদে সন্তানকে হত্যা করে নিজেই আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাকিনাড়া জেলায়। মৃত ব্যক্তি ওয়ানাপল্লি চন্দ্রকিশোর সুব্বারাও নগরের বাসিন্দা এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাঁর দুই পুত্রের একজন প্রথম শ্রেণিতে এবং অন্যজন ইউকেজিতে পড়ত। তাদের বয়স ছিল ছয় এবং সাত বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবা চন্দ্রকিশোর পড়াশোনার কারণে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন ছিলেন। সম্প্রতি তিনি দুই সন্তানের স্কুলও বদল করেছিলেন। কিন্তু পরীক্ষার খারাপ ফলাফলের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অভিযোগ, শুক্রবার তিনি প্রথমে সন্তানদের হাত-পা বেঁধে বালতির জলে ডুবিয়ে হত্যা করেন এবং তারপর নিজেই আত্মঘাতী হন।

পুলিশ তাঁর বাড়ির শৌচাগার থেকে দুই শিশুর দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে, যেখানে ছেলেদের পরীক্ষার খারাপ ফলের কারণে হতাশার কথা উল্লেখ করা হয়েছে।

dead body .jpg

শুক্রবার হোলির এক অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অফিসে গিয়েছিলেন চন্দ্রকিশোর। ফিরে আসার সময় তিনি স্ত্রীকে কিছুক্ষণ অফিসেই অপেক্ষা করতে বলেন এবং জানান, তিনি দুই ছেলেকে নিয়ে দর্জির দোকানে যাবেন। স্ত্রীকে আশ্বস্ত করেন যে, ১০-১৫ মিনিটের মধ্যে ফিরে আসবেন।

কিন্তু দীর্ঘক্ষণ পরেও না ফেরায় স্ত্রী তনুজা তাঁকে ফোন করেন, তবে কোনও উত্তর পাননি। সন্দেহ হওয়ায় সহকর্মীদের সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছন তনুজা এবং সেখানেই তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে।

পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনার ফলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।