নিজস্ব সংবাদদাতা: দিল্লির মন্ত্রী আতিশি অনশনে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। তাঁর জেরে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। এদিন তাঁর স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে এলএনজেপি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুরেশ কুমার বলেন, “আতিশিকে ভোর রাত ৩:৪৮ মিনিটে হাসপাতালে আনা হয়েছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। ভর্তির সময়, তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তার রক্তে শর্করার পরিমাণ খুব কম ছিল এবং প্রস্রাবে কিটোন উপস্থিত ছিল। আমাদের মেডিকেল টিম তাঁর রক্ত পরীক্ষা করে দেখে যে, তাঁর রক্তে শর্করা খুব কম। সেই জন্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। তাঁর সোডিয়ামের মাত্রা ১২৭। যার জন্যে তাঁকে ইমার্জেন্সি আইসিইউতে স্থানান্তর করা হয়। এখন তাঁর অত্যাবশ্যক প্যারামিটার, পালস, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন এবং রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক এবং তিনি এখন তরল খাবার গ্রহণ করছেন”।