চটজলদি মুখরোচক খাবার ম্যাগি... প্রাণ কাড়ল ১০ বছরের শিশুর

প্রাণ গেল শিশুর।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাচ্চাদের সব থেকে পছন্দের খাবার হল ম্যাগি বা নুডলস। এটি তৈরি হয় খুব তাড়াতাড়ি এবং খেতেও বেশ লোভনীয়। কিন্তু জানেন কি এই চটজলদি ম্যাগি বা নুডুলসই কখনও বা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। 

সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশের পিলভিটে ১০ বছরের এক বালকের ম্যাগি খেয়ে মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, সেই পরিবারের আরো ছয় জন সদস্য ম্যাগি খেয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। 

Nestlé casts net wider with ₹10 Maggi noodles | Mint

পরিবেশ সূত্রে জানা গিয়েছে, রাতের রান্নার ঝুঁকি না পোয়াতেই ম্যাগি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সবাই। কথামতো ম্যাগি খেয়েই সকলে রাতে শুতে যান। তবে মাঝরাত থেকেই সকলের বমি হতে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন খাবারে মাত্রাতিরিক্ত পরিমাণে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন। বিষক্রিয়ার ফলে হাসপাতালেই মৃত্যু হয়েছে গৃহকর্ত্রীর ১০ বছরের ছেলের। 

10,000 trucks, 6 cement plants to destroy 27,000 tonnes of Maggi noodles |  Mint

ম্যাগি খেয়ে কি করে বিষক্রিয়ায় কারোর প্রাণ যেতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ। এমনকি ম্যাগির প্যাকেটগুলির এক্সপাইরি ডেটও খতিয়ে দেখা হচ্ছে।

Add 1