নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন পরিপক্ক রাজনীতিবিদ ফারুক আবদুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বিশেষ মন্তব্যের মাধ্যমে আলোচনায় উঠে এলেন।
/anm-bengali/media/media_files/Na0Pg192bdbgAW1h19iv.jpg)
ফারুক আবদুল্লাহর মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত জীবন এবং পরিবারকে কটাক্ষ করায় রাজনৈতিক ক্ষেত্রে ক্ষোভের ঝড় তুলেছে। "মোদী তার স্ত্রীর যত্ন নিতে পারেননি। আপনি কীভাবে বাচ্চাদের মূল্য জানবেন? আপনি কীভাবে বাচ্চাদের প্রতি ভালবাসা জানাবেন? আপনার কেউ নেই," এমনটাই বলেন ফারুক আবদুল্লাহ। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।
/anm-bengali/media/media_files/VY40TCPFUxA9nIGuYMuq.jpg)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)