অভিনেতার জন্যে চিন্তাপ্রকাশ করলেন ফারুক আবদুল্লাহ

'আমি সইফ আলি খানের সুস্থতার জন্যও প্রার্থনা করেছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fgchbvjnklm;,'

File Picture

নিজস্ব সংবাদদাতা: সইফ আলি খানের ওপর হওয়া হামলার ঘটনায় এনসি সভাপতি ফারুক আবদুল্লাহ এদিন বলেন, “আমি এখানে এসে খুব ভাল অনুভব করছি। আমি কেবল আমার লোকদের জন্য নয়, সমগ্র দেশ এবং জাতির ভ্রাতৃত্বের জন্য প্রার্থনা করি। জাতি উন্নতি করতে থাকুক। আমি সইফ আলি খানের সুস্থতার জন্যও প্রার্থনা করেছি, যিনি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আমি আশা করি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং দেশে এমন ঘটনা আর ঘটবে না”।

farooq.jpg