কুস্তিগীরদের পাশে কৃষকরা

কুস্তিগীরদের পাশে রয়েছেন কৃষকরা।

author-image
Pallabi Sanyal
New Update
3



নিজস্ব সংবাদদাতা : রাজধানী দিল্লিতে একদিকে যেমন সংসদের নতুন ভবনের উদ্বোধন হল জাঁকজমকভাবে, অন্যদিকে করুণ দৃশ্য ধরা পড়েছে। বিক্ষোভরত কুস্তিগীরদের উচ্ছেদ করতে পুলিশের ব্যবহারে  কালো দিনে পরিণত হয়েছে গর্বের দিন। তবে কুস্তিগীরদের পাশে রয়েছেন কৃষকরা। এমনই বার্তা জানিয়ে ট্যুইট করেছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। এর আগে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে সামিল হয়েছেন কৃষকরা। আরো একবার তারা অবস্থান করবেন গাজীপুর সীমান্তে। ট্যুইট বার্তায় কৃষক নেতা জানান, ''আজ কন্যাদের আর্তনাদ শোনেনি শাসকরা। আমাদের কন্যাদের হেফাজত থেকে মুক্তি না দেওয়া এবং ন্যায়বিচার না হওয়া পর্যন্ত কৃষকরা গাজীপুর সীমান্তে দাঁড়িয়ে থাকবে।''