নিজস্ব সংবাদদাতা: শম্ভু সীমান্তে, কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের এদিন বলেন, “কেন্দ্রীয় ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বলেছে যে কৃষকদের ট্রাক্টরে করে দিল্লির দিকে যাওয়া নিয়ে তাদের সমস্যা আছে। ১০০ জন কৃষকের একটি দল শান্তিপূর্ণভাবে দিল্লির দিকে যাবে। আমাদের কাছে এই তথ্যই আছে। ব্যারিকেড ভাঙার কোনো ইচ্ছা নেই আমাদের। আমরা আশা করি সরকার আমাদের দিল্লির দিকে যেতে দেবে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেবে। কৃষকদের পক্ষ থেকে আমরা বলে আসছি যে সরকার চাইলে কথা বলুন, তারপর আমাদের কেন্দ্রীয় সরকারের চিঠি বা হরিয়ানা বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিস দেখান”।
/anm-bengali/media/media_files/3ECk8gscaSS7mehTtgEF.jpg)
/anm-bengali/media/media_files/2024/12/02/zmhr7X2vAdkPSBZC1peA.JPG)