নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার আম্বালায় কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, "আম্বালা জেলার আধিকারিকরা ভারতীয় কিষান ইউনিয়ন শহীদ ভগৎ সিং নেতাদের সাথে কথা বলেছে। আমি এসপির সাথে কথা বলেছি। তিনি আমাদের দিল্লি মার্চ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী নয়াব সাইনির সাথে আমাদের কোনও সমস্যা নেই। কংগ্রেসকে আক্রমণ করলেও এটাও সত্য যে, এনডিএ-শাসিত রাজ্যের কৃষকরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। হরিয়ানা সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরা শুধু আমাদের দাবিগুলো কেন্দ্রের কাছে রাখতে চাইছি।"