কৃষকদের দাবি মেনে নিচ্ছে সরকার!

নতুন করে জোর পেয়েছে কৃষক আন্দোলন। কুরুক্ষেত্রে পরিস্থিতি উত্তপ্ত। সরকারের সঙ্গে বৈঠকে বসলেন কৃষক নেতারা। বৈঠক শেষে কৃষক নেতা জানালেন গুরুত্বপূর্ণ কথা।

author-image
Pritam Santra
New Update
farmers.jpg


নিজস্ব সংবাদদাতা: আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে ভোট রয়েছে একাধিক রাজ্যে। এই পরিস্থিতিতে ফের পথে নেমেছিলেন কৃষকরা। নিজেদের দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে কুরুক্ষেত্রে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। কৃষক নেতা রাকেশ টিকায়েট জানিয়েছিলেন, দাবি না মানা পর্যন্ত জারি থাকবে ধর্না কর্মসূচি। এদিন সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করার পর সুর নরম কৃষক নেতার। কৃষক নেতা করম সিং জানিয়েছেন, 'MSP নিয়ে আমাদের মূল সমস্যা এখনও মেটেনি। তবে সরকারের সঙ্গে আলোচনা সফল হয়েছে। আমাদের দাবি পূরণ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে সরকার।'