গ্রামীন ভারত বন্ধের ডাক! কী বললেন কৃষক নেতা

কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, "আমরা গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছি। আগামীকাল কৃষকরা তাঁদের খামারে গিয়ে কাজ করবেন না।"

author-image
Tamalika Chakraborty
New Update
 rakesh tikait.jpg

নিজস্ব সংবাদদাতা: ১৬ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা ভারত বনধের ডাক দিয়েছিলেন। এই প্রসঙ্গে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা  রাকেশ টিকাইত বলেন, “আমরা গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছি। আগামীকাল কৃষকরা তাঁদের খামারে গিয়ে কাজ করবেন না। এ থেকে নতুন চিন্তাধারার সৃষ্টি হবে। শ্রমিকরাও ধর্মঘটে অংশ নেবে। এতে বোঝা যাবে কত মানুষ আন্দোলনে অংশ নিচ্ছেন।”

 tamacha4.jpeg

tamacha.jpeg

tamacha1.jpg

tamacha3.jpeg