নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও-এ ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ছত্তিসগড়ের দীনেশ মিনেরিয়া। আর তার মাঝেই হিন্দুত্ব নিয়ে মন্তব্য করার কারণে, কংগ্রেস নেতা রবার্ট বঢরাকে দুষলেন তার আত্মীয় বিনোদ আগারওয়াল। তিনি বলেন,"এই হামলা হিন্দুত্বের ওপর হয়েছে,হিন্দুত্বের কারণে নয়। প্রতিটি মানুষের নাম ও ধর্ম জেনে তাদের হত্যা করা হয়েছে। কংগ্রেস সবসময় সব বিষয়ে রাজনীতি করেছে এবং সবসময় হিন্দুত্বের বিরুদ্ধেই থেকেছে।''
/anm-bengali/media/media_files/5hdeMMK7avGefHRQDVp3.jpg)
এরপর তিনি বলেন, ''আজ সারা দেশের মানুষ কংগ্রেসের চরিত্র বুঝে গেছে। এটি কোনও রাজনৈতিক বিষয় নয়।"