নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো চাকরি ফাঁদে পা দিয়ে মায়ানমারে গিয়ে আটক করা হয়েছে ১৯ জন ভারতীয়কে। ইতিমধ্যে তাদেরকে ভারতীয় দূতাবাসের সাহায্যে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/3e806ffe537d0c13e6077be594224e10a61c8b63fe38ac55709e9c18a83b1df1.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, তাইল্যান্ড সীমান্তের কাছে মায়ানমারের মায়াড্ডি এলাকা থেকে গত দুদিনে মোট ১৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/edcd1299b5f7ad861e6a7824b697eeaccce58ad8673cfdce92b6f4f222198b59.webp)
এক্ষেত্রে উল্লেখ্য যে, মায়ানমার সরকারের তরফ থেকে এমন ফাঁদে পা না দেওয়ার জন্য অনেক আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সেই বার্তা উপেক্ষা করেই চলছে প্রতারণার ছক। মায়ানমার সরকার পরবর্তী দিনে এই বিষয়ে আরও কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
/anm-bengali/media/post_attachments/b5f4cbe3a372faf170b91f618a5b1bd6840e28c9dd7ffbe175ced9f821408994.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)