নিজস্ব সংবাদদাতা: চাকরি দেওয়ার নাম করে জালিয়াতি। এই অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই জালিয়াতির বিরুদ্ধে সক্রিয় হল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের I4C ধারা অনুযায়ী, ১০০টি ভুয়ো ওয়েবসাইট চিহ্নিত করে তা বন্ধ করে দিল কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের সুপারিশে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ভুয়ো ওয়েবসাইট গুলিকে বন্ধ করেছে বলে জানা যাচ্ছে। এরকম আরও অভিযান চলবে বলেও জানা যাচ্ছে।