সেনায় চাকরি করিয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

এক চমকে দেওয়ার মতো ঘটনার খবর প্রকাশ্যে এল। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এক ভুয়ো রিক্রুটমেন্ট এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
SWETA MITRA
New Update
army kerala.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এক চমকে দেওয়ার মতো ঘটনার খবর প্রকাশ্যে এল। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এক ভুয়ো রিক্রুটমেন্ট এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তিরুবনন্তপুরমে মিলিটারি ইন্টেলিজেন্স সাউদার্ন কমান্ড, পাঙ্গোড মিলিটারি স্টেশন এবং কেরালার স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে এই ভুয়ো সেনা নিয়োগ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সন্তোষ কুমার নায়ার বলে জানা গিয়েছে। সন্তোষ কুমার নায়ারের বিরুদ্ধে কেরালার ১০-১৫ জন বেকার যুবকের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে আইপিসি ১৮৬০ এর ৪২০ ধারায় চেরানলুর থানায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।